Google AdSense approved guide
বন্ধুরা সবাইকে আমি স্বাগতম জানাচ্ছি আমার ব্লগের নতুন একটি পোস্টে।আপনারা হয়তো আমার ব্লগে গুগলের অ্যাড দেখতে পাচ্ছেন। আমি দুই দিন আগে এডসেন্স এর এপ্রুভ পেয়েছি।অ্যাডসেন্সে এপ্রুভ পেতে আপনাদের যা যা আমি করেছি তা আজকে আমি আপনাদেরকে এই পোস্টে জানাবো।
ব্লগিং রিলেটেড আমি আরো অনেক ধরনের পোস্ট আমার ওয়েবসাইটে লিখব।যেমন:on page SEO, off page SEO, Backlink research,backlink রিলেটেড অনেক পোস্ট নিয়ে আসছি। যদি আপনার একটি ওয়েবসাইট থাকে তাহলে সেগুলো খুবই গুরুত্বপূর্ণ হবে আপনার জন্য।
ওয়েবসাইটের নোটিফিকেশন অপশন অন করে দিলে আপনি আমার সকল পোস্টের নোটিফিকেশন পেয়ে যাবেন।
এখন কথা বলা যাক কিভাবে এবং কত দিন সময় লেগেছে আমার এডসেন্স এর এপ্রুভ পেতে। আমি অ্যাডসেন্স এর জন্য এপ্লাই করি ১৭ ফেব্রুয়ারি এবং অ্যাডসেন্স এর এপ্রুভ পাই ৩ মার্চ।
এখন বলব আমি কি কি করেছি আমার ওয়েবসাইট এ অ্যাডসেন্স এর এপ্রুভ পেতে।
প্রথমত আমি আমার ওয়েব সাইটে পোস্ট গুলো বাংলায় লেখি।অনেকের হয়তো প্রশ্ন থাকতে পারে বাংলায় কি অ্যাডসেন্স পাওয়া যায় কিনা।আমি বলব হ্যাঁ অবশ্যই পাবেন কিন্তু একটু সময় লাগবে।যেমন আমার লেগেছে।ইংরেজিতে পোস্ট লেখা দ্রুত এডসেন্স এর রিপ্লাই পাওয়া যায়। তবে আপনার পোষ্ট হতে হবে অবশ্যই মানসম্মত।
কত টি পোস্ট লিখতে হবে অ্যাডসেন্স পেতে হলে।
আমি প্রায় 20 টি পোস্ট লিখে অ্যাডসেন্স এর জন্য এপ্লাই করেছি।এটি নির্ভর করে আপনার ওয়েবসাইটের ভিজিটর এর উপর।যদি আপনার ওয়েবসাইটে প্রতিদিন গুগল থেকে ভিজিটর আসে তাহলে অ্যাডসেন্স এর জন্য এপ্লাই করতে পারেন।এক্ষেত্রে তাড়াতাড়ি অ্যাডসেন্স এপ্রুভ পেতে পারেন।আমার ৫০০০ পেইজ ভিউ ছিল যে সময় অ্যাডসেন্স এর জন্য এপ্লাই করেছি এবং প্রতিদিন ১০০ থেকে ২০০ ভিজিটর আসত।এবং বেশির ভাগই ফেসবুক থেকে আসত।
- সময়
অ্যাডসেন্স এপ্রুভ পেতে সময় এর প্রতি একটু নজর দিলে আপনি তাড়াতাড়ি পেতে পারেন।কিভাবে?আপনি যদি বাংলাদেশ সময় রাত ১০-১১ টার মধ্যে এপ্লাই করেন তাহলে আপনি ভোর ৪-৫ তার দিকে অ্যাডসেন্স এর রিপ্লাই পেতে পারেন কারণ আমাদের এখানে যখন রাত আমেরিকায় ওইসময় দিন।এবং দিনের সময় সব কর্মীরা সক্রিয় থাকে।আপনি যদি এরকম কোন সময় এপ্লাই করেন যেসময় তারা সক্রিয় থাকে না তাহলে আপনার ওয়েবসাইট টি চাপা পরে যাবে।
- পেজ
আর অবশ্যই আপনার ওয়েবসাইট এ home, contact us, privacy policy, disclaimer,terms and conditions এই পেইজ গুলো অবশ্যই প্রয়োজন।আর আপনার ওয়েবসাইটের ডিজাইন হতে হবে সাদা সিদা।পারলে ব্লগার এ pre-theame গুলো ব্যাবহার করে ডিজাইন করবেন।আর অবশ্যই ব্যাকগ্রাউন্ড সাদা রাখবেন। তাহলে সহজে আপনার পোস্ট গুগল এ তাড়াতাড়ি রাঙ্ক করবে।
- পোস্ট
অ্যাডসেন্স পাওয়ার জন্য আরেকটি গুরতপূর্ণ বিষয় হল পোস্ট।কিভাবে অ্যাডসেন্স ফ্রেন্ডলী পোস্ট করবেন টা আমি পরবর্তী পোস্টে জানব।অ্যাডসেন্স পেতে হলে অবশ্যই পোস্টটি পড়ুন।
আপনারা যদি কেউ ব্লগিং এ নতুন হন চিন্তার কিছু নেই।আমি অ্যাডসেন্স, seo,backlink সবকিছু টিউটোরিয়াল আনছি।সাথে থাকবেন।আর নোটিফিকেশন অন করতে ভুলবেন না।ধন্যবাদ
No comments:
Post a Comment