অ্যাডসেন্স কি?এটি থেকে কিভাবে ইনকাম করবেন। - SR Trick

Breaking

Home Top Ad

Post Top Ad


Wednesday, February 6, 2019

অ্যাডসেন্স কি?এটি থেকে কিভাবে ইনকাম করবেন।

এডসেন্স কি?কেন?এটি থেকে কিভাবে ইনকাম করা যায়?


হ্যালো বন্ধুরা আজকে আমরা এডসেন্স নিয়ে আলোচনা করব। এডসেন্স হলো এরকম একটি কোম্পানি বা ওয়েবসাইট যার মাধ্যমে আপনি আপনার এড অন্যান্য ক্রিয়েটর এর মাধ্যমে দেখাতে পারেন

অথবা আপনি যদি ক্রিয়েটর হন তাহলে আপনার  ক্রিয়েটর প্লাটফর্ম এ এড দেখিয়ে ইনকাম করতে পারবেন।ক্রিয়েটর প্লাটফর্ম হল ইউটিউব ভিডিও,ওয়েবসাইট,এবং অ্যাপ।

এ তিনটি প্লাটফর্ম এ আপনি এড দিতে পারবেন অ্যাডসেন্স এর মাধ্যমে অথবা আপনি যদি এই তিনটি প্লাটফর্ম এ কাজ করেন তাহলে সেখানে আপনি এড দেখিয়ে ইনকাম করতে পারবেন।অ্যাডসেন্স এ দুই ভাবে কাজ করা যায়।
এক হল এড আপনি দিবেন অথবা আপনি এড দেখবেন।অ্যাডসেন্স হলো ম্যান অব দ্যা মিডল।এটি এড নেই এবং শো করায়।মাঝে এই ওয়েবসাইটটি প্রফিট নেই।এখন সকল ক্রিয়েটর ত আর যারা এড  দিতে চায় তাদের সাথে যোগাযোগ করতে পারবে না আর যারা এড দেই তারাও সব ক্রিয়েটর এর সাথে যোগাযোগ করতে পারবে না।

তাই এক কথায় বলতে পারেন এটি যোগাযোগ করিয়ে টাকা নেই।এটি বড় অঙ্কের টাকা লেনদেন করে।

এখন বলব মানুষ কেন এড দিবে?

ধরুন আপনার একটি নতুন প্রডাক্ট বাজারে এসেছে। এখন আপনার এই প্রডাক্টের বিষয়ে মানুষকে জানানোর জন্য বিভিন্ন প্লাটফর্ম এ এড দিবেন।এবং আপনার পণ্যের প্রতি একটা ভাল ইমপ্যাক্ট পড়বে।আর আপনার প্রডাক্ট টি যেকোন কিছু হতে পারে।


যেমন:কোন সার্ভিস,সেবা,অ্যাপ্লিকেশন,ওয়েবসাইট।
এতক্ষণ আমরা জানলাম এটি কি এবং কেন।এখন জানবো এটি থেকে কিভাবে ইনকাম করা যায়।

কিভাবে ইনকাম করবেন টা বলার আগে জানাতে চাই অ্যাডসেন্স gogole এর একটি ওয়েবসাইট।তাই পেমেন্ট নিয়ে দুশ্চিন্তা কিছু নাই। এখান থেকে বড় বড় মানুষ ইনকাম করে থাকে।যেমন youtuber রা।
অ্যাডসেন্স থেকে আপনি তিনটি উপায়ে ইনকাম করতে পারবেন।সেগুলি হল :
  • ইউটিউব
  • ওয়েবসাইট এবং 
  • অ্যাপ
আমরা উপরের তিনটি প্লাটফর্ম থেকে অ্যাডসেন্স এর মাধ্যমে ইনকাম করতে পারব।এখন আমি একে একে বলব এগুলি থেকে কিভাবে ইনকাম করবেন।

১:ইউটিউব

আমরা সকলেই ইউটিউবের কম বেশি ভিডিও দেখে থাকি।ভিডিও দেখার সময় এড আসে।এবং youtuber মনে সেই ভিডিওটি যে বানিয়েছে তার ইনকাম হয়।এখন আপনার যদি ইউটিউব চ্যানেল থেকে এবং সেখানে যদি আপনি  ভিডিও দিয়ে থাকেন সেগুলিতে এড দেখাতে পারলে আপনি ইনকাম করতে পারবেন।এখন ইউটিউব এ কি ভিডিও দিলেই এড দেখাবে।না কক্ষণ না।আপনার চ্যানেল এ যখন ১০০০০ ভিউজ ,৪০০০ ঘণ্টা ওয়াচ্ টাইম,১০০০ সাবস্ক্রাইবার হবে তখন আপনার ভিডিওতে আপনি চাইলে অ্যাডসেন্স এর এড দেখাতে পারেন এবং এড দেখিয়ে ইনকাম করতে পারবেন।এখানে অনেক কিছু রয়েছে যখন আপনি শুরু করবেন একেএকে সবকিছু সম্পর্কে জানতে পারবেন।

২:ওয়েবসাইট
আপনার যদি একটি ওয়েবসাইট থেকে তাহলে সেখানে আপনি এড দেখিয়ে ইনকাম করতে পারবেন।এখন সব ওয়েবসইট এ কি আমি এড দেখাতে পারব?কখনো না।আপনার ওয়েবসাইটটি হতে হবে।একটি ব্লগ।যেখানে থাকতে হবে ৪০০-৫০০ শব্দের পোস্ট।এবং ভিজিটর থাকতে হবে।আপনি যদি ডাউনলোডিং,ক্র্যাক, মুড এ ধরনের ওয়েবসাইট এ এড দেখাতে চান তাহলে পারবেন না।এখানে আরও অনেক কিছু রয়েছে জানার।বিস্তারিত পোস্ট করা হবে।

৩:অ্যাপ
যারা অ্যাপ বানাতে পারেন তাদের জন্য অ্যাডসেন্স একটি অন্যতম মাধ্যম ইনকাম করার।কারণ অন্যান্য মাধ্যমে অ্যাডসেন্স সাথে সাথে এড না দেখলেও অ্যাপ এ সাথে সাথে এড দেখায়।এখন আপনার অ্যাপের ইউজার থাকতে হবে।
অ্যাডসেন্স থেকে আমি কত ইনকাম করতে পারব?
এককথায় আনলিমিটেড।আপনি যদি সফল ভাবে উপরের মাধ্যম গুলির মাধ্যমে ইনকাম করতে পারেন তাহলে মাসে অন্তত ৫০-৬০০০০ টাকা।এটা নিম্ন।আপনাদের  কোন ধারনাই নাই এটি থেকে কত ইনকাম করতে পারবেন।
আজকে এতটুকুই আরও বিস্তারিত নিয়ে আসব।আমার ওয়েবসাইটটি নিয়মিত ভিজিট করুন।
ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।পোস্টটি ভাল লাগলে অবশ্যই শেয়ার করবেন।

2 comments:

Post Bottom Ad

Responsive Ads Here