10 টি দরকারী ওয়েবসাইট।জেনে নিন - SR Trick

Breaking

Home Top Ad

Post Top Ad


Thursday, February 14, 2019

10 টি দরকারী ওয়েবসাইট।জেনে নিন

10 most useful website


হ্যালো বন্ধুরা আমরা প্রতিনিয়ত বিভিন্ন ওয়েবসাইট ভিজিট করে থাকি।আজকে আমি কিছু দরকারি এবং প্রয়োজনীয় কিছু ওয়েব সাইট আপনাদের সাথে শেয়ার করব। যা আপনাদের দৈনন্দিন কাজে সাহায্য করবে। চলুন একে একে জেনে নেওয়া যাক এই সকল দরকারি ওয়েবসাইট গুলো সম্পর্কে।

[বিদ্র: ওয়েবসাইট গুলো ভিজিট করতে হলে নামে ক্লিক করবেন।]

Pdf Drive হলো এরকম একটি ওয়েবসাইট যার মাধ্যমে আপনি যত প্রকার পিডিএফ ফাইল আছে এই বিশ্বে সবগুলি এইখানে পেয়ে যাবেন।সকল প্রকার বই এর পিডিএফ ফাইল তো থাকছেই।এছাড়াও এটির বিশেষত্ব হলো এখানকার সকল পিডিএফ ফাইলগুলি ফ্রী।
ব্যাবহার:ধরুন আপনি c language শিখতে চান তাহলে আপনাকে এই ওয়েবসাইটে গিয়ে সার্চ করুন c language এবং সাথে সাথে আপনি এই বিষয়ে সেরা সেরা বই গুলি পিডিএফ আকারে পেয়ে যাবেন।এবং সেটি ডাউনলোড করতে পারবেন।
আমরা সকলেই কোন না কোন সময় কোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার চেষ্টা করেছি বা করে থাকি। এখন যদি আপনার কোন ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান তাহলে আপনার ল্যাপটপ অথবা মোবাইল এ বিভিন্ন হেবি অ্যাপ ওপেন করতে হবে এবং অনেক কাজ।

যদি এরকম হয় আপনি যদি আপনার ফটো একটি ওয়েবসাইট এ আপলোড করেন এবং সাথে সাথে সেই ছবিটির ব্যাকগ্রাউন্ড রিমুভ হয় যায় তাহলে কেরকম হবে।এককথায় অসাধারণ।

এই ওয়েসাইটটি সেই কাজই করে।আপনি এই ওয়েবসাইটে আপনার যে ফটোর ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে চান সেই ফটোটি আপলোড করলে এই ওয়েবসাইটটি অটোমেটিক রিমুভ করে দেয়।তবে অবশ্যই আপনার অবজেক্ট টি ক্লিয়ার হতে হবে।
৩: pexels
এই ওয়েবসাইটটি ব্লগার এবং ইউটিউবের দের জন্য খুবই উপকারী এবং দরকারি একটি ওয়েবসাইট।কারণ এই ওয়েবসাইটটি তে আপনি হাজার না লাখ লাখ ফ্রী ফটো পেয় যাবেন।এবং এর বিশেষত্ব হলো ফটো গুলো HD এবং ফটো গুলি ব্যাবহার করার জন্য কোন প্রকার ক্রেডিট দিতে হবে না।

আপনি যদি একজন স্টুডেন্ট অথবা চাকরিজীবী হন তাহলে আপনার প্রেজেন্টেশন তৈরি করতে ওয়েবসাইটটি র ফটো গুলি অনেক কাজে আসবে।।
৪:draw.io
এই ওয়েবসাইট টি খুবই দরকারি ওয়েবসাইট।এই ওয়েবসাইটটি মাধ্যমে ডায়াগ্রাম তৈরি করতে পারবেন অনলাইনে।ধরুন আপনি অফিসে নাই।এখন আপনার কাছে শুধু একটি মোবাইল রয়েছে।

অথবা আপনি কোন জায়গায় যাচ্ছেন।তাহলে আপনি অনলাইনে আপনার প্ৰিয়জনিও ডায়াগ্রাম তৈরি করে ফেলতে পারবেন।
৫: w3schools
এই ওয়েবসাইট টি খুবই গুরুত্বপূর্ণ হতে পারে যদি আপনি অ্যাপ devlopment অথবা ওয়েবসাইট devlopment শিখতে চান।এই ওয়েবসাইট টির মাধ্যমে যত প্রকার প্ৰিয়জনিয় কোডিং language আছে সবগুলি এই ওয়েবসাইটটি থেকে শিখতে পারবেন।
এবং এর বিশেষত্ব হলো এই ওয়েসাইটটি তে আপনি প্রাক্টিক্যালি কোডিং করে শিখতে পারবেন।
এই ওয়েবসাইটের কাজ প্রাক্টিক্যালি না বললে বুজবেন না।ধরুন আপনি share it ব্যাবহার করেন এবং অনেক এড আসে নোটিফিকেশন আসে তাই আপনি share it এর পরিবর্তে অন্য একটি অ্যাপ ব্যাবহার করতে চান তাহলে আপনি এই ওয়েবসাইটে গিয়ে 
share it লিখে সার্চ দিলে এর মত অন্য যেসব অ্যাপ আসে সেগুলি পেতে পারেন।শুধু অ্যাপ না ওয়েবসাইটের অল্টারনেটিভ ও পেতে পারেন।যেমন ইউটিউবের অল্টারনেটিভ।
এই ওয়েবসাইট একটা ওয়েবসাইট ই।ধরুন আপনি অফিসের কোন লম্বা ডকুমেন্ট অথবা আপনি একজন স্টুডেন্ট লম্বা কোন প্রেগ্রাপ লিখছেন লিখতে লিখতে হয়রান।আর লিখতে পারব না।তখন কি করবেন।এই ওয়েবসাইটটি তখন আপনাকে সাহায্য করবে।আপনি এই ওয়েবসাইটের মাধ্যমে বলে বলে লিখতে পারবেন।অর্থাৎ আপনি যা বলবেন টা এখানে লেখা হয় যাবে।এর বিশেষত্ব হলো আপনি যত দ্রুতই বলেন না কেন এটা সঠিক ভাবে লিখবে এবং শুধু ইংলিশ না বাংলা সহ বিশ্বের অনেক ভাষা রয়েছে।
 আমাদের রিসাম বা বায়োডাটা র যেকোনো সময় প্রয়োজন হতে পারে।তখন আপনি কি করবেন।পাশের কম্পিউটার দোকানে দৌড়াবেন না নিজেই বানাতে বসে যাবেন।এই পরিস্থিতিতে এই ওয়েবসাইটটি আপনাকে সাহায্য করবে।এই ওয়েবসাইটে আপনি আপনার ডিটেইলস দিয়ে খুব সহজেই প্রফেশনাল মানের বায়োডাটা বানিয়ে ফেলতে পারবেন ১ মিনিটে।
 এই ওয়েবসাইটের মাধ্যমে আপনি আপনার লেখা বড় কোন কোডিং অথবা যেকোনো লেখা অন্য করার সাথে শেয়ার করতে পারেন শুধু মাত্র লিঙ্ক দিয়ে।
১০:file.pizza
এই ওয়েবসাইট টি কোন পিজা বিষয়ে না হলেও এই ওয়েবসাইটটি ওপেন করলে পিজার একটি ছবি নিশ্চই দেখতে পারবেন।
এই ওয়েবসাইটটি মাধ্যমে আপনি যেকোন ফাইল অনলাইনে ট্রান্সফার করতে পারবেন কোন প্রকার ভয় ছাড়া।এই ওয়েবসাইটটি দাবি এই ওয়েবসাইট কোন প্রকার ডাটা স্টোর করে না।

আজকে এই দশটি ওয়েবসাইট ই।অনেক কষ্ট হল এগুলি সম্পর্কে লিখতে কমেন্ট করবেন অবশ্যই।ধন্যবাদ সবাইকে পোস্টটি পড়ার জন্য।শেয়ার করতে ভুলবেন না।

No comments:

Post a Comment

Post Bottom Ad

Responsive Ads Here