How to write AdSense & seo friendly post।Bangla
How to write AdSense & seo friendly post।Bangla
হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি।বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো কিভাবে আপনারা এডসেন্স ফ্রেন্ডলি এবং SEO ফ্রেন্ডলি আর্টিকেল লিখবেন আপনার ওয়েবসাইটের জন্য। এই পোস্টে শুধু কিভাবে আপনি এডসেন্স ফ্রেন্ডলি আর্টিকেল লিখবেন সেটা বলবো না এখানে কিভাবে আপনি আপনার গুগল এর সার্চ রাঙ্ক আনবেন সেই বিষয় সম্পর্কেও আমি এই পোস্টে বলবো।চলুন শুরু করি।
SEO ফ্রেন্ডলি এবং এডসেন্স ফ্রেন্ডলি আর্টিকেল লিখতে যা যা লাগবে :
- 100% unique post & Photo
- As must As long
- Use 1 photo only
- Article related link
- Table/list
- 1 vedio
- More
যদি আপনি উপরে যে 7 টি বিষয় রয়েছে সেগুলো নিখুঁতভাবে আপনার পোস্টে থাকে তাহলে আপনার পোস্ট টি গুগলেও রেংক করবে এবং এডসেন্স ফ্রেন্ডলি হবে।
100% unique post & Photo
আপনার পোষ্টটি অবশ্যই 100% ইউনিক এবং নিজের লেখা হতে হবে।আপনি আপনার পোস্টটি পাবলিশ করার পূর্বে Plagarism Cheaker দিয়ে অবশ্যই চেক করবেন এবং যদি 100% ইউনিক হয় তাহলে সেই পোস্টে করবেন।
এবং যে ফটোটি ব্যবহার করবেন সেটি অবশ্যই ফ্রি লাইসেন্স যুক্ত ফটো হতে হবে।আপনারা চাইলে Pexels নামক একটি ওয়েবসাইট আছে সেখান থেকে ফটো ডাউনলোড করে আপনার ওয়েবসাইটের পোস্টে ব্যবহার করতে পারবেন।
As must As long
আপনার পোস্টটির যত বড় সম্পর্ক ততো বড় পোস্টে করার চেষ্টা করুন সর্বনিম্ন পাসওয়ার্ড একটি পোষ্ট লিখবেন।অ্যাডসেন্স পাওয়ার জন্য অবশ্যই আপনার প্রত্যেকটি পোস্ট সর্বনিম্ন 300 ওয়ার্ড এর হবে।আর আপনার পোষ্টে যদি গুগোল এর সার্চ রানক এ আনতে চান তাহলে অবশ্যই আপনার পোস্ট সবচেয়ে বেশি ওয়ার্ডের হতে হবে।"Because google love long post"
Use 1 photo only
আর্টিকেল কি স্ক্রিনশটে ভরা একটি পোস্ট নাকি শুধু একটি ছবি থাকবে এবং সে সম্পর্কে লেখা থাকবে।গুগোল মনে করে একটি টপিক সম্পর্কে বলতে একটি ছবি যথেষ্ট।সুতরাং আপনার অবশ্যই চেষ্টা করবেন আপনার পোস্ট এ সর্বোচ্চ একটি ফটো ব্যাবহার করার চেষ্টা করবেন।
Article related link
আর্টিকেল রিলেটেড অন্যান্য পোস্ট অথবা ওয়েবসাইটের লিঙ্ক দিতে হবে।যেমন এই পোস্টে আমি plagiarism cheaker এর লিঙ্ক দিয়েছি।যাতে ভিজিটর আপনার পোস্ট সম্পর্কে বিস্তারিত জানতে পারে এবং গুগল ও এটা ভাল মনে করে।
Table/list
আপনার পোস্টে পোস্ট রিলেটেড একটি টেবিল অথবা লিস্ট বানাবেন। যেরকম আমি আমার পোস্টের প্রথমে করেছি।এখন আপনার পোষ্টটি যদি গুগল এ রাঙ্ক করে তাহলে সেই লিষ্ট টি প্রথমে দেখাবে।যেমন নিচের স্ক্রিনশট এ দেখুন।
1 vedio
আপনার পোস্টটি আপনার পোস্ট রিলেটেড একটি ভিডিও রাখবেন।যাতে ভিজিটর সেই ভিডিও দেখে প্রাক্টিক্যালি বুজতে পারে।এবং এটি আপনার পোস্ট গুগল এর সার্চ রাঙ্ক এ আনতে সাহায্য করবে।
More
More এ অনেক কিছু রয়েছে।একটি পোস্ট এ সবকিছু বলা সম্ভব নয়।আপনার ওয়েসাইটের টাইটেল আপনার পোস্ট এ সর্বনিম্ন তিনবার রিপ্লাই করবেন এবং পোস্টে বেশি বেশি কিওয়ার্ড ব্যবহার করবেন এবং সেগুলো বোল্ড করে দেবেন।level এ কেটাগোরী দিবেন এবং পোস্টের টাইটেল দিবেন।
ফটোর properties এ আপনার পোস্টের টাইটেল দিবেন।সার্চ ডিস্ক্রিপশন দিবেন এমন ভাবে যাতে ভিজিটর ক্লিক করতে বাধ্য হয়।permalink এ আপনার টাইটেল টি দিবেন।পোস্ট গুগল এ রাঙ্ক করতে ব্যাকলিঙ্ক,link building আরও অনেক কিছু রয়েছে। সেগুলি আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব।
ব্লগিং রিলেটেড আরও পোস্ট পেতে আমাদের ওয়েবসাইট নিয়মিত ভিজিট করুন।এবং নোটিফিকেশন অন করে দিন।ধন্যবাদ সবাইকে।
No comments:
Post a Comment