ওয়েবসাইটের ট্রাফিক আনার সেরা কিছু উপায়।(must read)
বন্ধুরা সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার ব্লগের নতুন একটি পোস্টে।এই পোস্টে কিছু সেরা ট্রিক আপনাদের সাথে শেয়ার করব যা আপনাদের ওয়েবসাইটে ট্রাফিক আনতে সাহায্য করবে।চলুন শুরু করা যাক।
পর্ব ভিত্তিক পোস্ট
আপনারা চাইবেন আপনার ব্লগের পোস্টে পর্ব ভিত্তিক পোস্ট করার। যার ফলে আপনাদের ট্রাফিক ধরে রাখতে সাহায্য করবে।এবং আপনার ওয়েবসাইটে নিয়মিত ভিজিটর আসবে।যদি আপনারা আমার ব্লগের দিকে খেয়াল করলে দেখবেন আমি নিয়মিত ব্লগিং রিলেটেড পোস্ট করে থাকি তাই যারা ব্লগিং শিখছে তারা নিয়মিত আমর ওয়েবসাইট ভিজিট করে।এটা একটা সেরা ট্রিক ব্লগে ট্রাফিক আনার।
সোসিয়াল মিডিয়া
আপনার ব্লগ যদি নতুন হয় তাহলে আপনার ব্লগের পোস্ট গুগল এ রাঙ্ক করবে না এবং গুগল থেকে পোস্ট আসবে না।তাই আপনাদের চেষ্টা করতে হবে বিভিন্ন সোসিয়াল মিডিয়া থেকে ট্রাফিক আনার।আর চেষ্টা করবেন বর্তমানে যা ট্রেন্ডিং টা নিয়ে পোস্ট করার তাহলে সোসিয়াল মিডিয়া থেকে ভাল ট্রাফিক আনতে পারবেন।
বিভিন্ন ফরম
আপনারা চাইলে প্রতিদিন পর্যাপ্ত পরিমাণ ট্রাফিক আনতে পারবেন ফর্ম বলতে যেমন Trickbd।আপনারা যদি Trickbd তে আপনার পোস্ট রিলেটেড পোস্ট করেন এবং সেই পোস্টে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে থাকেন তাহলে আপনার ব্লগে অনেক ভিজিটর আসবে শুধু মাত্র আপনার ওয়েবসাইট কেমন টা দেখার জন্য।যদি আপনার ব্লগে ভাল কোন পোস্ট থাকে তাহলে আপনি একটি রেগুলার ভিজিটর পেতে পারেন আপনার ওয়েবসাইটে।trikbd এর মত অনেক ওয়েবসাইট আছে সেগুলি তে পোস্ট করবেন।
Active in q&a website
প্রথমে Q &A ওয়েবসাইট সম্পর্কে বলি,Q &A ওয়েবসাইট হল এই ওয়েবসাইটে সবাই তাদের প্রশ্ন করতে পারে এবং প্রশ্নের উত্তর দিতে পারবেন।এই সব ওয়েবসাইট এ গিয়ে আপনার পোস্ট রিলেটেড প্রশ্নের উত্তর দিবেন এবং উত্তর এর নিচে আপনার ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে দিবেন।
তাহলে দেখবেন আপনার ওয়েবসাইটে কিছু হলেও নতুন ভিজিটর আসবে।আর এসব ওয়েবসাইট দ্রুত রাঙ্ক করে গুগলে।তাই গুগল এ আপনার পোস্ট না রাঙ্ক করলেও সেই উত্তর এর মাধ্যমে আপনার পোস্টে ভিজিটর আসবে। Q & A ওয়েবসাইট অনেক আছে।এর মধ্যে সেরা হল quarra।এবং বাংলার জন্য হলো প্রশ্ন উত্তর।এই দুটি ওয়েবসাইট থেকে আপনারা অনেক ভিজিটর আনতে পারবেন।
এইসব ট্রিক আমি ব্যাবহার করে থাকি আমার। ব্লগে ভিজিটর এনে থাকি।এবং প্রতিদিন ১০০০+ ভিজিটর আসে।নতুন হিসেবে যথেষ্ট।আশা করি ট্রিকগুলি ভাল লেগেছে।দেখা হবে পরবর্তী পোস্টে।ভাল থাকবেন।
No comments:
Post a Comment